রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের ৯ম ব্যাচের জন্য টিটিএম ও অন্যান্য দ্রব্যসামগ্রী সরবরাহের জন্য আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে দরপত্রের সিডিউল অফিস চলাকালীন সময়ে এসইআইপি- রিহ্যাব প্রকল্প অফিস হতে সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ০১/০৩/২০২৩ তারিখ ২টা পর্যন্ত সিডিউল সংগ্রহ করা যাবে। ০২/০৩/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা দুপুর ০৩টায় বোর্ডমেম্বার মহোদয়ের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।