রিহ্যাব এ দেশের একটি শীর্ষ ব্যবসায়িক এসোসিয়েশন, যারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে দেশ ও জনগণকে সহায়তা করছে। বর্তমানের পদক্ষেপ হিসেবে দেশে দক্ষ জনশক্তি তৈরীতে অবদান রাখার জন্য এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছে। ২০১৫ সালের মে মাসে রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। ইহা সরকারের কারিগরি শিক্ষা বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ( এনএসডিএ) কর্তৃক অনুমোদিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ-এর একটি ‘ফ্লাগশিপ’ প্রকল্প হচ্ছে স্কিলস ফর এম্পয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (SEIP)। ২০১৪ সালের জুলাই মাস হতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাজার চাহিদার আলোকে দক্ষ শ্রমিকের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশের শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়ানোই প্রকল্পের মূল লক্ষ্য। ২০২৪ সালের মধ্যে সাড়ে ৮ (আট) লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি কাজ করছে। এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের অন্তত: ৬০ শতাংশের চাকুরীর সুযোগ করে দেয়া হচ্ছে। নিশ্চিত করা হচ্ছে অন্তত: ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ। সম্পুর্ন সরকারী খরচে প্রশিক্ষণ ছাড়া ও প্রশিক্ষণার্থীরা পাচ্ছেন যাতায়াত ও আপ্যায়ন ভাতা এবং প্রশিক্ষণ শিক্ষা উপকরন। পাশাপাশি অতি দরিদ্রদের জন্য রয়েছে বিশেষ বৃত্তি। এছাড়া প্রশিক্ষণে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি।
এ প্রকল্পের আওতায় বিভিন্ন ইন্ডাষ্ট্রি এসোসিয়েশনের সংগে চুক্তি সম্পাদন করে ঐ সকল এসাসিয়েশনের নিজস্ব কিংবা আউটসোর্সিং ইন্সটিটিউটের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে দেশের স্বল্প শিক্ষিত বেকার জনগনের জন্য স্বল্প মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মসূচী।
দেশের নির্মাণ খাতের অগ্রনী প্রতিষ্ঠান রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এসইআইপি প্রকল্পের সংগে চুক্তিবদ্ধ হয়ে ২০১৮ সালের অক্টোবর মাস হতে পাঁচটি ট্রেডে তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করছে। ট্রেডগুলো হচ্ছে- (১) ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেন্যান্স, (২) প্লাম্বিং এ্যান্ড পাইপ ফিটিংস, (৩) ম্যাশনরী, (৪) স্টীল বাইন্ডিং এ্যান্ড ফ্যাব্রিকেশন, (৫) টাইলস এ্যান্ড মার্বেল ওয়ার্কস।
রিহ্যাব এর নিজস্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট (আরটিআই) ছাড়াও আউটসোর্সকৃত বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এ পর্যন্ত ৩টি ট্রাঞ্চে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এসইআইপি-রিহ্যাব প্রকল্পটিকে ট্রাঞ্চ-ওয়ারী নিম্নরূপ টার্গেট দেয়া হয়েছে:
ট্রাঞ্চ-১ (অতিরিক্ত) = ৬,০০০
ট্রাঞ্চ-২ = ৫,০০০
ট্রাঞ্চ-৩ = ১০,০০০
মোট: = ২১,০০০
আরটিআই. এসইআইপি-রিহ্যাব প্রকল্পের আওতায় ট্রাঞ্চ-২ এর প্রশিক্ষণ ডিসেম্বর ২০২০ সম্পন্ন করেছে এবং বর্তমানে ট্রাঞ্চ-৩ এর প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলমান থাকবে। ট্রাঞ্চ-ওয়ারী হিসাব নিম্নরূপ:
ট্রাঞ্চ-২:
ক্রমিক নং | বিবরণ | সংখ্যা | মন্তব্য |
---|---|---|---|
০১) | টার্গেট | ৭৪০ | |
০২) | এনরোল্ড | ৭৬২ | ৫৭ (মহিলা) |
০৩) | এ্যাসেসমেন্ট | ৭৩৪ | |
০৪) | সার্টিফিকেশন | ৭৩৪ | |
০৫) | চাকুরী দেয়া হয়েছে | ৫৪৩ |
ট্রাঞ্চ-৩:
ক্রমিক নং | বিবরণ | সংখ্যা | মন্তব্য |
---|---|---|---|
০১) | টার্গেট | ১,৩৭৫ | |
০২) | এনরোল্ড | ৩৭৬ | ১১০ (মহিলা) |
০৩) | এ্যাসেসমেন্ট | ২২৩ | |
০৪) | সার্টিফিকেশন | ২২৩ | |
০৫) | চাকুরী দেয়া হয়েছে | ১২২ | (চাকুরী দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে) |