Rehab Poster-30.11.17
ভর্তি পদ্ধতি ও নিয়ম শৃঙ্খলাঃ
ক) ৫০.০০ (পঁঞ্চাশ) টাকা নগদ পরিশোধ করতে হবে ।
খ) ভর্তির ফরম পূরণ করে ২০০.০০ (দুইশত) টাকা নগদ প্রদান করলে ভর্তি চূড়ান্ত করা হবে।
গ) ক্লাস শুরুর আগে এক মাসের টিউশন ফি জমা দিতে হবে। যারা বৃত্তি পেতে চান তারা চেয়ারম্যান/কাউন্সিলর এর সুপারিশসহ দরখাস্ত করলে তাদের আবেদন বিশ্লেষণ করে ক্লাস শুরুর আগে জানানো হবে।
ঘ) প্রতি মাসের টিউশন ফি মাস শুরুর আগে জমা দিতে হবে।
ঙ) কোর্সের জন্য ভর্তির ফরম সংগ্রহ করে টিউশন ফিসহ ক্লাস শুরুর আগে জমা দিলে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
চ) প্রতি ক্লাসে ২০ জনের আসন নির্দিষ্ট করা আছে। বিশেষ ক্ষেত্রে সামান্য কম বেশি করা যাবে।
ছ) ভর্তি করার পর বা ক্লাস চলাকালীন সময়ে কোন ছাত্র/শিক্ষার্থীর আচরণ কর্তপক্ষের কাছে সন্তোষজনক না হলে উক্ত ছাত্র/শিক্ষার্থীকে যেকোন সময় কোন কারণ ছাড়াই তার ভর্তি বাতিল করা হবে।
জ) ইনস্টিটিউটে রাজনৈতিক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ।
ঝ) ব্যবহারিক বা লিখিত প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাইরেও হতে পারে।
ঞ) কারো অবহেলায় বা ইচ্ছাকৃত অপরাধে ইনস্টিটিউটের কোন ক্ষতি হলে তার জন্য তাদের ক্ষতি পূরণ দিতে হবে। অধ্যক্ষের জারি করা নিয়মনীতি মেনে চলতে হবে। ইনস্টিটিউট সম্পূর্ণ ধুমপান মুক্ত, একই সাথে পান সেবন নিষিদ্ধ। প্রশিক্ষণের বিষয়ে সিলেবাসে বিস্তারিত থাকবে।
যোগাযোগঃ
মোঃ আমিনুল ইসলাম
অধ্যক্ষ
মোবাইলঃ ০১৬৭৮৮২৬৫২২
ই-মেইল: aislamengr@gmail.com