কার্যকলাপ

রিহ্যাব এর আয়োজনে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত।

পরিচালনা পদ্ধতিঃ

রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালিত হয় নিম্নোক্তভাবেঃ
ক) রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত হয় রিহ্যাবের সর্বোচ্চ কমিটি বোর্ড অব ডিরেক্টরস এর অধীনে, যারা ইনস্টিটিউট পরিচালনায় বোর্ড অব গভর্নরস হিসেবে দায়িত্ব পালন করেন। বোর্ড অব ডিরেক্টরস (BOD) ও বোর্ড অব গভর্নরস এর মধ্যে চলতি কার্যাবলী চেয়ারম্যানের মাধ্যমে পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

খ) বোর্ড অব ডিরেক্টরস (BOD) এবং বোর্ড অব গভর্নরস এর সঙ্গে বর্তমানে ইনস্টিটিউট পরিচালনার সমন্বয়ের দায়িত্ব পালন করেন রিহ্যাবের BOD নিযুক্ত চেয়ারম্যান বোর্ড অব গভর্নরস।

গ) ইনস্টিটিউটের নানা বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রস্তাব করেন রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডিং কমিটি। তারা হলেন-
চেয়ারম্যান – ইঞ্জি. মোঃ মনজুরুল ফরহাদ (পিলিপ )
উক্ত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ হলেনঃ

১) কো-চেয়ারম্যান – ইঞ্জি. শেখ মোঃ শোয়েবুদ্দিন

২) সদস্য – এ.এফ.এম.উবায়দুল্লাহ

৩) সদস্য –  জনাব, মোহাম্মদ আরিফুজ্জামান

ঘ) সকল কার্যক্রম রিহ্যাব সচিবালয়ের প্রশাসন বিভাগের অধীনে পরিচালনা করেন ইনস্টিটিউটের  সেন্টার ইনচার্জ ।